সেদিন বিকেলে ষ্টেশনে একাকী আছি বসে।
সোনালি রোদ আকাশ বেয়ে পুবে গেছে ভেসে।
ষ্টেশন তখন নির্জন আমি এককোণে একা।
মেঘের উপর সোনালি রোদ শুধুই ফিরে দেখা।
দলবেঁধে পাখিরা সব ফিরছে ঘরের টানে।
রাখাল দলের বাঁশির সুর ভেসে আসছে কানে।
ষ্টেশন ভাসিল জন সমুদ্রে সুর্য্য দিয়েছে পাড়ি।
চাঁদ মামা উদিবে এবার মেঘ পেতেছে আড়ি ।
ভাবল কবি বাড়িতে ফিরে লিখবে একটি কবিতা।
কবিতার মাঝে আঁকবে বসে প্রকতির মনোরম ছবিটা।
ভিড়ে ঠাসা ট্রেন মানুষের গাদাগাদি
বে-আক্কেলে বেয়াড়াপনা হকারের দাপাদাপি।
ট্রেন থেকে নেমে বাসে জ্যাম হরদম তাতে।
বিষণ্ণ মন ক্লান্ত শরীরে ঘরে ফেরা সেই রাতে।
নিত্য পথের ব্যাস্ততাতে স্মৃতিতে নেই ছবিটা।
মনোরম দৃশ্য নয়ন কোণে লেখা হলোনা কবিতা।
----- ০ -----