কেউ খুসি নয় কারো খুসিতে
কেউ সুখি নয় সুখে।
কেউ দুখি কারো দুখেতে
কেউ খুসি হ্য় দুখে।
কেউ ব্যাথা পায় কারো ব্যাথাতে
কেউ হাসে কেউ কাঁদে।
কেউ ব্যাথা দেয় সুযোগ পেলে
কেউ ফেলে কোন ফাঁদে।
কেউ জেগে রয় নিদ্রা মাঝে
থাকে সুযোগের খোঁজে।
কেউ ব্যাস্ত বিষ বারুদ নিয়ে
ব্যাথার কাঁঠি গোঁজে।
কেউ কেড়ে খায় সুযোগ বুঝে
কেউ রাখে হাত মাথায়।
কেউ বা যে হয় স্বর্বশান্ত
বিশ্বাসে কারো কথায়।
কেউ আশা দেয় চাতুরি করে
কেউ হতাশ হয় আশায়।
পাল তুলে কেউ ডুবায় তরি
অলীক সুখের নেশায়।
কেউ বা হারায় পথের ঠিকানা
কেউ বা হারায় ঘর।
কেউ বা ভাবে সবাই নিজের
আসলে তো সব পর।
   ---------