মানবতা যেন বিলুপ্তির পথে, কে যেন বিষিয়েছে মন
বিভেদের দেওয়াল গড়ছে বসে,  কে যেন সারাক্ষণ !
কে মেতেছে ভাঙার খেলায়, শুধু বিভেদ মন্ত্র বিলায়
গড়ার আগে ভাঙ্গার বাণী কেন ছড়ায় এই অবেলায়

এখন ভাঙ্গার নয়তো সময় ক্ষুধা রয়েছে সারা শরীরময়
ছিন্নবস্ত্র অঙ্গে জোড়া দারিদ্রতার এখনো হয়নি পরাজয়
এখনো ঘর জোটেনি সবার,খোলা আকাশ মাথার পরে
কারো মাথায় খড়ের চালা, সেই চাল গড়িয়ে বৃষ্টি পড়ে

জ্বলেনা ঘরে সন্ধ্যাপ্রদীপ, শঙ্খ বাজে না সন্ধ্যা বেলায়
কাঁদে ঘরে ক্ষুধার্থ শিশু,  দুবেলা শুধু খিদের জ্বালায়
ভাঙ্গা ঘরে কুপির বাতি, জ্বলে না সে আর সারা রাতি
চাল বাড়ন্ত নিত্যদিনের, অভাব অভিযোগ নিত্যসাথী!

জীবনের পাঠ অনেক বাকি, শিক্ষা এখনো হয়নি শেষ
গড়ার শিক্ষা দাওনি যখন, তবে কেন ছড়াও ঘৃণা বিদ্বেষ ?
প্রবাহিত হয় ধমনী শিরায় সব জালিকায় এক রক্তবিন্দু
ভাবার সময় এখন আর নয়,  ওরা মুসলিম আমি হিন্দু !
                        -: :- -: :- -: :- -: :-
                           ১২/০৭/২০১৯