রাত্রি যখন দ্বিপ্রহর প্রায় সবাই ঘুমের ঘোরে
ওরা তখন পেটের দায়ে নিয়মিত কাজ করে।
ওদের জীবন ঘুম চ্যুত রাত স্বপ্ন বিহীন দিন
কত রাত দিন কেটে গেছে হায় নিদ্রা বিহীন।
শত শ্রমিক কাজ করে সকাল বিকেল দুপুরে
ঘর ছেড়ে যায় কাজের মেয়ে ঝড় তুলে নুপুরে
ওরাই কাজ করে যায় মাঝ রাত থেকে ভোরে
কোলের শিশু কান্না করে দরজা খোলা ঘরে।
ধুলো বালি মেখে কাজ করে চাদর বিহীন গায়ে
ছুটে চলে ক্ষুধার তাড়নায় ধুলিকণা মাখা পায়ে।
ওরা কাজ করে গ্রীষ্ম বর্ষায় তপ্ত দুপুর মধ্য রাতে
ওদের স্বপ্ন দেখা দু মুঠো খাবার থাকে পান্তাভাতে।
ওরা কাজ করে পথে প্রান্তরে গড়ে স্বপ্নের ইমারত
গড়ার আনন্দে মাড়িয়ে চলে কাটায় মোড়ানো পথ
ভগ্ন হৃদয় ক্ষত বিক্ষত হয় ভালো থাকার আশায়
সোনালী স্বপ্ন দেয়না ধরা জানে প্রতি ধূলিকণায়!
:-:-:-:-:-:-:-:-: