শীতের পড়ন্ত বিকেলে পথম দেখেছিলাম তোমায়
তোমার চোখের বাঁকা চাওনি জাগিয়ে দিলে আমায়
তোমার পাশে পাহারায় রত সন্ধান এক জোড়া চোখ
সেদিন দেখেছি তোমার চোখে বেহেশত ও দোজখ।

চোখ এড়িয়ে চোখ রেখেছিলে আমার দুই চোখে
হৃদয় তখন উতলা প্রায় মত্ত হাজার অচেনা সুখে
এক লহমায় বাড়িয়ে দিলে তোমার করুণার হাত
কানায় কানায় খুশির জোয়ার নামল সুপ্রভাত

অচেনা পথে দিয়ে পাড়ি ছুটছে মনে খুশির গাড়ি
ছুটছি স্টেশন নদী পথ ঘাট উড়ছে রঙ্গীন ঘুড়ি
এক লাটায়ে উড়ছে ঘুড়ি দুজোড়া চোখ আকাশ পানে
দুই জোড়া ঠোঁট একই সাথে সুর দিয়েছে একই গানে!

দিন রাত যেন এক হয়ে গেল হাজার খুশির ভিড়ে
তোমার নেশায় মাতাল হয়ে ছুটেছি নদীর তীরে।
এ পারে আমি ওপারে তুমি মধ্যে টেলি যোগে
রাত্রি কখন ভোর হয়েছে তোমার সাথে জেগে।

হাজার খুশির সাজানো তরী ঘূর্ণির রোষানলে
স্বর্গ সুখের স্বর্ণ তরী ডুবছে বিশ বাও জলে।
হাবু ডুবু খায় খুঁজে দেখি, কিনারা কোথাও নাই
মধ্যে খরস্রোতা নদী দুজনে আজ দুই কিনারায়!
                -:-:-:-:-:-