অনেক পথ পাড়ি দিয়ে -
এসে দাঁড়িয়েছি এক অতি আধুনিক যুগে
যেখানে অভদ্রতা আছে ভদ্রতার আড়ালে ঢাকা
আছে লৌকিকতা সামাজিকতার মুখোশে মোড়া
আছে অনৈতিকতা নৈতিকতার পোশাকে!
আছে মুখোশের আড়ালে ঢাকা মেকি ভালোবাসা
আশার প্রদীপ অস্তমিত আজ, আছে নিরাশা!
দোদুল্যমান সম্পর্ক ঠুনকো আঘাতে গুঁড়িয়ে যায়
কোনটি আসল কোনটি নকল বোঝা বড় দায়!
উদার আকাশে জমেছে মেঘ, মনের আকাশ কালো
নবীন সূর্য্য অস্তমিত, কোথায় ঊষার উদার আলো ?
সারা পৃথিবী দুলছে দোলায় মত্ত মরণ খেলায়
ক্ষুধায় অন্ন দেয়না খেতে, মারন অস্ত্র তাদের বিলায়!
কিন্তু কেন ? এ যেন আরেক উদারতা!
বণিকের অস্ত্রে মরবে তুমি বেনের হবে জয়
মুনাফা তুলবে বেনে, মরবে তুমি অথবা তোমার ভাই
বেনের অস্ত্রে তোমার ধ্বংস, তোমার হবে পরাজয়!
ধর্মের আবেগ মানে না বিবেক ধর্ম নেশার ন্যায়!
ধর্মের বাণী বিকৃত হলে বাড়ে শুধু অন্যায়
মানুষ তখন থাকেনা মানুষ, ধর্মের নেশায় মগ্ন
ধর্ম নিয়ে মগ্ন যে সমাজ, সে সমাজ অতি ভগ্ন!
ভগ্ন সমাজ রুগ্ন দেশ বিষণ্নতার নেই তো শেষ
কোন পথে দিচ্ছে পাড়ি আমার সুসভ্য দেশ!
আদর্শ হতে অনেক দূরে, দেশ যাচ্ছে দূরে সরে
বিষণ্নতা মনন জুড়ে, নির্বাক আমি বিষাদপুরে!
-: :- -: :- -: :-
11/08/2019