লুটেরা লুটেছে লোকের টাকা নির্বাক পাহারাদার।
কষ্টের ধন ধনীরা কেড়েছে দেখেনি তো চৌকিদার॥
গরীবের ঘামে ভেজা ধন, জমে ছিল তিলে তিলে।
ব্যাংকে ওই জমানো পুঁজি, পুঁজিবাদ কেড়ে নিলে॥
গরীব কখনো পায়না ঋণ , সহজে ব্যাংক থেকে।
পদে পদে শুধু হয়রান করে অকারনে বসে বেঁকে॥
গন উন্নয়ন ব্যাহত যেথায়, তাকে বলে কি গণতন্র ?
পুঁজিবাদ ঘেঁষা নিয়ম নীতি কি রাষ্ট্রযন্ত্রের মূলমন্ত্র ?
যে ক্ষুধার দায়ে করছে চুরি, সেই তো বুঝি মহাচোর।
এসি ঘরে বসে কোটি টাকা ঝাড়ে তারা নয়তো চোর !
সমাজ তাদের নাম দিয়েছেন, নামী কোন শিল্পপতি ।
দেশের টাকা বিদেশে উড়ায়, সাধারনের করছে ক্ষতি॥
শিল্পের নামে চলছে চুরি জনগনের কাঁধে ঋনের দায়।
চলছে কেমন রাষ্ট্রযন্ত্র ঐ আচ্ছে দিন কি ভোলা যায় ?
জালিয়াতির জাল ফেলেছে মামাভাগ্নে ও মোদী দ্বয়।
মালিয়া ব্যস্ত রমনী আয়েশে,হয়নি দেশের বোধোদয় ?
লাখো কৃষক মরছে ধুঁকে, বিলাসে ব্যস্ত নেতার দল।
কারো খাবার ডাস্টবিনে গড়ে, কেউ পায়না অন্নজল!
বন্দী এখন দেশের সম্পদ, ওই কিছু মানুষের হাতে ।
রাষ্ট্রযন্ত্র তারাই চালায়, চাবিকাঠি ও তাদেরই হাতে ॥
যারা ধারের টাকায় শিল্প গড়ে তারাই নাকি শিল্পপতি।
যে ঋণের টাকা শোধ করেনা, সেই কেমন কোটিপতি ?
যারা পরের টাকায় আয়েশ করে তারা রাষ্ট্রযন্ত্র চালায়।
কিছু অশুভ আঁতাত বলে তারায় দেখি বিদেশ পালায়।
ভোট কিনে দেয় শিল্পপতি মন্ত্রীরা হয় নামেই শাসক ।
সুযোগ পেলে দুচোখ বুজে, রক্ত চোষে রক্ত শোষক॥
সতর্ক ঘন্টা বাজার পরেও জেগে ওঠেনি পাহারাদার।
রাজকোষে ওই চোর পড়েছে জেগে ওঠো চৌকিদার॥
-::- -::- -::- -::-
23/02/2018