যারা মায়েদের নিশ্চয়তা দেয়
তাদের কাজের নিশ্চয়তা নেই I
যারা মায়েদের পরিষেবা দেয়
তাদের পরিষেবার ব্যবস্থা নেই I
যারা স্বাস্থ্যের তথ্য তুলে দেয়
তাদের চিকিত্সার ব্যবস্থা নেই I
যারা রাতদিন শুধু পরিশ্রম করে
সমকাজে সম পারিশ্রমিক নেই I
অস্থায়ী দের কাজই আছে
কাজের কোনো সময়সীমা নেই I
কাজের দেশে শুধুই ক্রীতদাস
কাজের কোন নিরপত্তা নেই I
হকার ভায়া ও ফেরি করে
কাজ হারানোর ভয় নেই I
সম্মান নিয়েই জীবন গড়ে
পদে পদে অসম্মান নেই I
-------- ::::--------
23/08/17 at 9:10 am