নতুন বছর আসুক নতুন করে l
বেদনাহত দিনগুলি যাক সরে l
আবার আসুক নতুন দিনগুলি l
এগিয়ে চলি বিগত বেদনা ভুলি l
ধুয়ে মুছে যাক সমাজের যত পাপ l
বেদনাবিদীর্ণ দিনের যত অভিশাপ l
ধর্ষক যত নপুংসক হয়ে যাক l
শালীনতা সমাজের বুকে থাক l
রক্ত খেলা আর নয় কোনদিন l
রক্তে বাঁচুক জীবন নয় রক্তঋণ l
জাতপাত সব মিলেমিশে যাক l
বজ্জাত যত সব শুধু দূরে থাক l
সীমানার কাঁটাতার উঠে যায় যেন l
আকাশের নিচে যারা আত্মীয় মানো l
আর নয় গুলিগোলা সীমানার তীরে l
সীমানা মিশে যাক মানুষের ভিড়ে l
হানাহানি আর নয় শুধু ভালোবাসি l
সবে মিলে একসাথে চলি পাশাপাশি l
নতুন করে এগিয়ে চলি নতুনের দেশে l
আবার নতুন করে এক নতুন ভাবাবেশে l
-::- -::- -::- -::-
১৪/০৪/২০১৮ সময় সন্ধ্যা ৮.৩০ মিনিট
মহারাজপুর সাতভাই ক্লাব