মরণ তুমি এসোনা কাছে
মরতে যে ভয় করে.
এই পৃথিবী এতই সুন্দর
বাঁচতে ইচ্ছে করে.
ফিরে যাও আজরাইল
খালি হাতে তুমি.
এই সুন্দর পৃথিবীতে
থাকতে চাই আমি.
এখনো অনেক বাকী
এই জীবনের পথে.
হয়নি এখনো দেখা
ওই কাবারই সাথে.
যেতে পারিনি এখনো
সোনার ই মদীনায়.
এখনো জিয়ারত বাকী
রাসূলের [সা:]রৌজায়.
যেতে চায় না আমি
ওই কঠিন কবরে.
প্রিয়জন থাক সাথে
যেন মায়ের আদরে.
সুখে দুখে সবে মিলে.
থাকি এক সাথে.
আল্লাহু বলো তাকে
সে যেন না আসে.
--------
08/07/16