সমান্তরালে চাঁদ ও শুকতারা মন প্রাণ ছুঁয়ে যায়
তোমার রূপের মাধুরী মিশে আকাশের সীমানায়।
আকাশের বুকে দেখেছি তোমায় অনন্য এক ক্ষণে
চাঁদ তারার উজ্জ্বল উপস্থিতি দাগ কেটেছে মনে।

তোমার রূপের মাধুরী দেখেছি জীবনে প্রথম আমি
আকাশের মাঝে আরবী বর্নমালা যত্নে এঁকেছ তুমি
রমজান মাসের প্রথম দিবস প্রথম সন্ধ্যা বেলায়
দেখলে তোমার রূপের রহস্য বর্নময় এক খেলায়।

মহা জাগতিক দুর্লভ দৃশ্য রইল মনের খাতায়
পশ্চিমাকাশের রাঙ্গারূপ লিপিবদ্ধ হৃদয় পাতায়।
কোনদিন হবে কি আকাশ মাঝে নিঝুম সাঁঝে ?
এ দেখায় শেষ দেখা হয় তবু থাকবে মনের মাঝে!

ও চাঁদ বলো ও শুকতারা,  তুমি হিন্দু না মুসলিম
ধর্মীয় খেলায় মগ্ন হিন্দু-মুসলিম যাযাবার বেদুইন
হিন্দু বলে তুমি শুধু তার, মুসলিমও ভাবে তাই
তুমি কি যাও মন্দির অথবা মসজিদের সীমানায় ?
                      -:-:-:-:-:-:-:
বি: দ্র: 24-03-2023 পশ্চিমাকাশে চাঁদের নিচে শুকতারার উপস্থিতিতে এক সুন্দর দৃশ্য দেখার সুযোগ পেলাম সন্ধ্যাবেলায়। যা দেখতে আরবী বা অক্ষরের ন্যায়। ক্যামেরা বন্দি করলাম সেই দৃশ্য। আমার জীবনের প্রথম দেখা বিরল দৃশ্য।