মনের সুপ্ত ইচ্ছে গুলি দিচ্ছে উকি মনের ফাঁকে
হারিয়ে গেছে কখন যেন অজানা মনের বাঁকে
ঘুরছি ফিরছি খুঁজছি যে পথ আলোর নিশানা
মনের মাঝে খুঁজছি কেবল সেই মনের ঠিকানা
উড়ছে মন মনের হওয়ায় ক্লান্তি বিহীন বেশে
ছুটছে মন মাতাল হওয়ায় নতুন এক আবেশে
মনের কেন্দ্রে মন রয়েছে গ্যালাক্সিতে আমি
ঘুরছি কেবল ঘূর্ণাবর্তে যার কেন্দ্রবিন্দুতে তুমি
একটু দাঁড়াও ক্লান্ত ভীষণ একবার ফিরে চাও
হাতটি বাড়াও পিছন পানে তোমার সাথে নাও
ও মায়াবিনী কোথায় তুমি কোন সে অজানায়
দাও একটু আশার আলো সে ঘরের ঠিকানায়
-:: -: :-: :-: :-