সাজছে আকাশ সাজছে বাতাস
                   হাওয়ায় দুলছে যে কাশফুল।
পাপড়ি মেলে দুলছে ডালে
                      সে যে সাধের শিউলি ফুল।
আসছে ঘরে বছর পরে
                       বাঁকা মাঠের পথটি ধরে।
নতুন সাজে আসছে যে মা
                        আবার নতুন ভাবে ফিরে।
রঙের ছোঁয়া আকাশ জুড়ে
                         তুমি আসছো বলে !
মাঠ সেজেছে নতুন ভাবে
                         সাজিয়েছে কাশফুলে !
আকাশ হতে নামবে বলে
                           মেঘ সাজিয়েছে সিঁড়ি !
হাজার মা তার আঁচল দিয়ে
                            সাজিয়েছে  বসার পিঁড়ি!
ঢাকি ব্যস্ত ঢোলক নিয়ে
                            কাঁসর হাতে খোকা !
ভালো থাকার আসায় নাচে
                           সেই যে ছোট্ট খোকা !
ফুলের ডালা সাজিয়ে পথে
                           দাঁড়িয়ে রয়েছে মালী!
দিনে দুবার পাইনা খেতে
                            চোখের নিচে কালি !
সবজি মাথায় শহরের পথে
                              ষাট বছরের বুড়ি !
প্রতিটি বছর এভাবেই কাটে
                             মাথায় যে তার ঝুড়ি!
শত দুর্গা বস্তিতে থাকে
                           তুমি তো বসো অট্টালিকাই !
হাজার দুর্গা পেটের দায়ে
                          ঝুপ ঝাড়েতে শরীর বিকায়!
মনের মাঝে মেঘ জমেছে
                            বৃষ্টি হয়তো নামবে পরে !
আর থেকো না দাঁড়িয়ে দূরে
                              এসো মা এবার ঘরে !
অতিথি তুমি চার দিনের মা
                              দেখনা চোখটি মেলে !
চাইছে অন্ন বস্ত্র বাসস্থান
                          হাজার দুঃখী দুহাত তুলে !
আর দেরি নয় এসো মা
                         এবার সাদা মেঘে ভেসে !
করুণা নিয়ে এসো মা তুমি
                          মেঘ শরতের দেশে !
                       ----::::-----
08/10/2016 বিকেল 3.30