এসেছে শরৎ লেগেছে হাওয়া মনের ঈশান কোণে
সেজেছে আকাশ স্নিগ্ধ বাতাস বইছে সবার মনে
রাঙ্গা হৃদয় উদাস মন স্বপ্ন সাজায়ে সারাক্ষণ
শিউলী ফুলের মিঠেল সুবাসে মাতাল সবার মন
দুর্গা মা আসছে ঘরে শান্তি নিয়ে বছর পরে
প্রত্যাশা মনের মাঝে মা আসবে আমার ঘরে
নিকায়ে রেখেছি ঘর বারান্দা বসতে দেবো পিড়ি
আতব চালের ভোগ দেবো, মা দেখবে আমার বাড়ি
বলব তাকে মনের কথা জমানো যত মনের ব্যাথা
চাইব মন উজাড় করে অভাব অভিযোগের কথা!
মুখ দেখে মা বুঝে যাবেন আমার কি লাগবে কত
দেবেন মা উজাড় করে চাই যত তার কয়েক শত!
ঢাকের বাদ্য কাসর বাজে সারাক্ষণ মায়ের কাছে
এসবের মাঝে মা বুঝি গো আমার কথা ভুলে গেছে
মায়ের মত হয় কখনো ওই মাটির প্রতিমা ?
এক দুর্গার সামনে দাঁড়ায়ে কাঁদে হাজার দুর্গা মা!
-: : - -: : - - : :- -: :-