মানবতা তুমি হারিয়ে গিয়েছো লাখো মানুষের ভিড়ে I
মানবতা তুমি অবলুপ্তির পথে নীড় ছেড়ে গেছো নীড়ে I
মানবতা তোমার হৃদয় কাঁদে না অসহায় মানুষের দুঃখেI
মানবতা তুমি পদ দলিত কেমনে আছো তুমি সুখে ?
মানবতা তুমি কি শুনেছো অগণিত মানুষের হাহাকার ?
মানবতা স্বজন হারানো কান্না শুনে কিভাবে নির্বিকার ?
মানবতা তুমি কি রক্ত পিপাসু শুধুই কি তাজা রক্ত চাওI
চোখের কালো চশমা খুলে নাফ নদীর তীরে ছুটে যাও I
নদীর জলে মিলিয়ে গেছে লাখো লাখো মানুষের খুনI
তোমার যত রক্ত চাই পাবে তার হতেও কোটি গুণ!
হাজার শিশুর মন্ডু পাবে, পাবে ধর্ষিতা মায়ের লাশ I
শত বৃদ্ধের কান্না পাবে, পাবে মানবতার ছেঁড়া লাশ I
হাজার টুকরো মানুষ পাবে, পাবে নগ্ন নারীর দেহ I
স্তন পান করা শিশু পাবে, পাবে মৃত মায়ের সস্নেহ I
শত আঘাতের চিহ্ন পাবে, পাবে আগুন সারা গায়েI
স্বজন হারানো কান্না পাবে, তির গাঁথা সারা পায়ে I
শত ছিন্ন শবদেহ নিয়ে, হাজার শকুনের কাড়াকাড়ি I
নদীতে শবের মিছিল, লাল খুনে পিঁপড়ের সারি I
অভুক্ত লাখো মানুষ পাবে, খোলা আকাশের নিচে!
দিন কাটে তাদের বহু কষ্টে রোদে ঝড় জলে ভিজেI
মানবতা তুমি আর কি চাও,যদি পারো ফিরে যাওI
মানবিক মুখ জাগ্রত করো, বর্বরতা ফিরিয়ে নাও !
চারিদিকে শুধু হাহাকার পাবে, পাবে শুধু বিষন্নতা I
হাজার ভিড়ে বিবর্ণ মুখ, পাবে বিকৃত মানবিকতা i
- - : : : - -
20/09/17 সন্ধ্যা 7.30 মিনিট
অঞ্জলি বাসে