এলো এলো খুশি নিয়ে মাহে রমজান।
রোজা রাখো সবাই আনো গো ঈমান।
সিয়াম সাধনা করো মাহে রমজানে।
পূর্ন সোয়াবি মাস আসে খোদার দানে।
ধনী গরিব দুঃখি আপামর ভাই।
সকলে একসাথে জামাতে যায়।
দিনের শেষে বসি চলো ইফতারে।
নামাজ পড়ি চলো এক কাতারে।
এসেছে পঙ্কিলতা মুছে ফেলার দিন।
খোদার কাছে পূর্ন সওয়াব চেয়ে নিন।
তওবা করো খোদার কাছে নিজ ভাবে।
হয়তো পাপ হতে খোদা ক্ষমা দেবে।
প্রতি বারো মাসে রমজান শুধু একবার।
সকল রাতের চেয়ে ফজিলত একরাত।
খোদার কালাম পড়ি, ঐ খোদার সন্ধানে।
সঠিক পথ দাও খোদা মাহে রমজানে।
-: :- -: :- -: :-