এখনো তো জেগে আছি তোমার পথ চেয়ে
প্লাবিত দুগাল অশ্রুর বর্ষায় নয়নের নদী বেয়ে
তুমি রয়েছো খুশির জোয়ারে স্বপ্ন চোখে আঁকা
আমার চোখে সপ্ত সিন্ধু নোনা জলের বালুকা।

তোমার রাঙ্গা স্বপ্ন ঘুড়ি উড়ছে আকাশ পানে
আমার ঘুড়ি লুটিয়ে পথে তোমার সুতোর টানে।
তোমার স্বপ্ন সজীব এখনো আমার স্বপ্ন মৃত প্রায়
তোমার স্বপ্ন খেলছে আলপনা দেওয়া আঙিনায়

প্রজাপতি মেলেছে ডানা তোমার সাজানো ঘরে
আমার ইচ্ছে হামাগুড়ি খায় মরুভূমির চরে।
তুমি মগ্ন খুশির খেয়ালে ভুবন মোহিনী হাসি
অশ্রু নদীর বাঁধ ভাঙ্গা স্রোতে আমি শুধু ভাসি।

চলতে পথে ফিরে দাড়ায় একটু ফিরে চাই
গাছ ভাঙা ঝড় ভাঙছে পাঁজর হৃদয়ের সীমানায়।
পথের মাঝে দাড়িয়ে আমি অনেক পথ এগিয়ে
ডাকবে তুমি ভাবছি আমি একটু হাত বাড়িয়ে।

তুমি স্বপ্নে বিভোর এখন মাতাল মাতাল প্রায়
ফেলে আসা পুরনো স্মৃতি দেখার সময় নাই।
আধো ভাঙ্গা স্বপ্ন গুলি ভুলে যাবে একদিন রাতে
আমার স্বপ্ন কাটবে আঁচড় চিরদিনই প্রভাতে।
                    :-:-:-:-:-:-:-:-: