এসেছে জিলহজ্ব আবারও ঈদুল আযহা নিয়ে
পবিত্র করো মনের সুপ্ত কালিমা কুরবানী দিয়ে।
কুরবানী দাও নীরবে নিভৃতে যতনে জমানো পাপ
অন্তর হতে কুরবানী করো জীবনের যত অপরাধ।
রক্ত মাংস চাইনা খোদা, খোঁজে ঈমানের জোর
বিশুদ্ধ ফুলের পাঁপড়ি মোড়া নির্ভেজাল অন্তর।
কি হবে বলো কুরবানী দিয়ে মনে থাকে শত পাপ
চলার পথে বিছানো থাকে মানুষের অভিশাপ।
ঝেড়ে মুছে সাফ করে দাও, মনে সাজানো ঝুল
ক্ষমা করে দাও শত অপরাধ, বিগত দিনের ভুল।
মনের মাঝে জমানো যে পাপ কুরবানী দাও তারে
কুরবানী খোদার বিধান তবু তৌবা করো অন্তরে।
ঈদুল আযহা প্রতীকী কেবল শপথ নেওয়ার দিন
থাকবেন আর পিছনে জমানো অপরাধের ঋণ।
সৎ পথে চলা সত্য কথা বলা জীবনের অংশ মানী
সত্যের বাণী জড়ায়ে বুকে ফিরে এসো কুরবানী।
-:-:-:-:-:-:-:-:-:-