নাফ নদীতে ভাসছে মানবতা, নীরব বিশ্ববাসীI
লাখ লাশের সলিল সমাধি, নির্বাক আরববাসীI
জাতের নামে হত্যালীলা , মানবতা বিপন্ন প্রায়I
বন্ধ চোখে রয়েছে পৃথিবী, প্রতিবাদ কিছু নাই I
সঙ্গতি নেই জাতিসংঘে, চোঁখ ঢেকেছে মেঘে I
বিবেক দুয়ার স্তব্ধ হয়েছে, কিছুই নাহি দেখে !
জীবন্ত মানুষ জ্বলছে আগুনে, পুড়ছে শিশুর দল !
মৃত মাকে জড়িয়ে বুকে, শিশু চাইছে খাবার জলI
লাখো অসহায় করে হাই হাই, পুড়ছে ঘর বাড়ীI
ছেলের খুনে লাল হয়েছে, ভরা ভাতের হাড়ি I
হাজার মা আবার ধর্ষিত হচ্ছে বৌদ্ধ সেনাদের হাতেI
সবার সামনে মা ও মেয়ে, বিরাম নেই দিনে রাতে I
চোখের সামনে কাটছে মানুষ, খাচ্ছে তাদের রক্ত !
কিসের নেশায় করছে এমন,কিসের নেশায় আসক্ত?
নাফ নদীতে ঝাঁপ দিয়ে দেয় একটু বাঁচার আশেI
বিশ্ব বিবেক ঘুমিয়ে গেছে নেই তো কেউই পাশে I
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান, সবার রক্তই যদি লালI
মূর্খের লড়াই আর কতদিন, রক্ত ঝরবে কতকাল ?
গৌতম বুদ্ধ ও লজ্জা পাবে মায়ান বৌদ্ধদের দেখেI
কেমন করে কাটছে মানুষ, বৌদ্ধ আদর্শ রেখে ?
জাগো বিবেক জাগ্রত হও, মিছে দম্ভ ফেলো ঝেড়েI
মানুষকে শুধু মানুষ ভাবো, শ্বাস ফুরালে রবে পরে !
লাখ লাশের মিছিল নেমেছে পথে কিসের নীরবতা ?
মকমল খাটে ঘুমায় শান্তিসেনা, কোথায় মানবতা ?
বলো কোথায় মানবতা ?
কোথায় মানবতা ?
“ - _ - “
“ - _ - “
16/09/17 সকাল 10.30