করোনা আতঙ্কে কাঁপিছে দুনিয়া
বক্ষ কাঁপিছে সে কথা শুনিয়া
কাঁপিছে রাজা কাঁপিছে মন্ত্রী
কাঁপিছে সিপাই ষড়জন্ত্রী
বাজিবে বুঝি বিদায় ঘণ্টা সাঙ্গ হবে জীবনবেলা
কার ইশারায় চলছে এসব জীবন নিয়ে খেলা ?
প্রকৃতির কাছে কত অসহায় শত শক্তি অস্ত্র সম্ভার
দুরন্ত দানব ছুটছে বেগে, অপ্রতিরোধ্য দুরন্ত দুর্বার
খালি চোখে যাকে যায় না দেখা তবুও শক্তিশালী
দাম্ভিক রাজাও বাঁচার আশায় হাতে বাজায় থালি
কেউ পান করে গো- মূত্র কেউ করে গোবরে স্নান
নানান মুনির নানা মতবাদ নানান দেশে অবস্থান
সারা পৃথিবীর আনাচে কানাচে করোনা শব্দ শুনি
আকাশে বাতাসে ভেসে চলেছে মরণের পদধ্বনি
পুণ্য যেন পদ্মপাতায় পাপ জমেছে কানায় কানায়
জ্যান্ত মানুষ মরছে হাজার অদৃশ্য জীবাণু হানায়!
জমদূত যেন করোনার বেশে নেমেছে মর্ত্যলোকে
বাতাসে বাজে ক্রন্দন ধ্বনি লোক মুহ্যমান শোকে
                      -::-::-::-::-::-::-
                       23/03/2020