কবিতা শুধু কথা নয়, হাজার শব্দের মালা
কবিতার জাল জড়িয়ে আছে সাধের ছেলেবেলা
কবিতা সেতো বৃহৎ বৃক্ষ ছড়িয়ে ডালপালা
জন্ম হতে আধো আধো স্বরে কবিতায় কথা বলা।
হাসি আনন্দে দুঃখ বেদনায় কণ্ঠের কিছু কথা
সুর ছন্দে এক লহমায় মুছে যায় হাজার ব্যথা।
প্রতিবাদী সুর কবিতার বুকে বেঁচে আছে চিরকাল
ভোরের আলোয় রাখালের বাঁশি স্নিগ্ধ সকাল।
কত শব্দ সাজিয়ে রেখেছো লাখো কবিতার মাঝে
অন্তরে অগুণিত পাণ্ডুলিপি সযত্নে সাজিয়ে আছে।
হৃদয় উতাল ভালোবাসা প্রেম প্রীতি বিরহের গানে
কবিতা ঠোঁটে লেগেই থাকে, কবিতা সবার প্রাণে।
কবিতা এক মাতাল হাওয়া রুশোর ঝড়ের পাখি
কবিতা খুলে কালের আবর্তে বন্ধ হৃদয়ের আঁখি।
কবিতা ভেঙেছে দুর্ভেদ্য প্রাচীর শব্দের শত ঘায়ে
কবিতা এক বিপ্লবী সুর, ঘর বাঁধা শত নাইয়ে।
কবিতা কবির খেয়ালে সমাজের আলো ছায়া
কবিতা স্নেহের বন্ধন প্রতি ছত্রে ছড়ায়ে মায়া।
কবিতা ছন্দে আনন্দে কবিতা ভাঙ্গা ও গড়ায়
কবিতা বাঁচার মন্ত্র সমাজ গঠনে হাত বাড়ায়।
:-:-:-:-:-:-: