কিয়ামত হয়তো সন্নিকটে আলামত বাড়ছে তাই
তীব্র দহনে পুড়ছে পৃথিবী এবার বুঝি বাঁচায় দায়
মেঘ বালিকা বন্ধ্যা এখন, জন্ম দেয়না ক্ষুদ্র বৃষ্টির
থমকে গেছে নব প্রজন্ম থমকে গেছে শত সৃষ্টির
জানিনা সূর্য্য কার ইশারায় ছুড়ছে তীব্র দহন জ্বালা
মেঘ তো এখন দেয়না বৃষ্টি বুঝিনা কি খোদার খেলা
অকালে উধাও প্রকৃতির কুল গাছপালা কেটে সাফ
প্রিয়জন নিধনে অশান্ত প্রকৃতি বাড়ছে সূর্য্যের তাপ
কখনো বাতাস মাতাল হয়ে ভাঙছে কত ঘরবাড়ি
অশান্ত বাতাস কখনো নিশ্চুপ নির্জনে নেয় আড়ি
সভ্যতা বিকাশে মগ্ন মানুষ প্রকৃতি নিধনে মগ্ন তাই
অশনি সংকেত চারিদিকে, কিয়ামত আসন্ন প্রায়
-: :-: :-: :-::-