দুনিয়া জুড়ে খুশির হাওয়া আজ তো খুশির ঈদ।
মন মেতেছে খুশির ছোঁয়ায়, দুই চোখে নেই নিদ।
পরবে সুরমা খাবে খুরমা সীমাই পোলাও পায়েস।
হৈ হুল্লোড় খুশির আমেজ, নেই আরাম আয়েস।
মাথায় টুপি নতুন পোশাক আতর সুবাস গায়ে।
ঈদের মাঠে এক জামাতে যায় গুটি গুটি পায়ে।
রোদ ঝলমল খুশির হওয়া রমজানের এই শেষে।
পড়ব সবাই ঈদের নামাজ, তোমায় ভালোবেসে।
বিচার দিবসের মালিক খোদা পরম করুণাময়।
করুনাধারা পায় যেন গো সারা পৃথিবীর সর্বময়।
গরিব দুঃখি পায় যেন ঠাঁয় তোমার স্নেহ ছায়ায়।
তোমার করুণার নেই কোন শেষ সর্বাগ্রে মায়ায়।
হাসি আনন্দ খুশির মেলা সকল ঘরের কোণে।
পশ্চিমাকাশের এক ফালি চাঁদ উদীয়মান ক্ষণে।
খুসিভরা মনে সেই শুভক্ষণে ঈদগাহেতে আসি।
নেই ভেদাভেদ পঙ্কিলতা আজ তো ঈদের খুশি।
-: :- -: :- -: :-