ক্ষনিকের ভুলে অকালে পড়িল ঝরে তাজা প্রান।
অঘোরে ঘুমের মাঝে ফুটন্ত কুড়ি হলো নিস্প্রান॥
সলিল সমাধি পরে চিরনিদ্রায় আজ শায়িত যারা।
ফিরবে না আর কোনোদিন ভাবেনি কখনো তারা॥
নিঠুর নিয়তির নিঠুর বিধান নিস্ঠুর মহূর্ত কালে।
চুপিসাড়ে নিলো যমদূত কুয়াশা জড়ানো সকালে॥
প্রতিদিন যাদের স্বজনেরা দিয়ে জেতো ভালোবেসে।
যমদূত তাদের নিয়ে গেল আজ বুঝি নীরবে এসে॥
খেলতো যারা ঘরের মেঝেতে হাসতো পিতা মাতা ।
মহুর্তে সব কেড়ে নাও একি বিধান তোমার বিধাতা?
মায়ের হতে শিশুকে কেড়েছ শিশুর থেকে পিতা।
কেন গো তুমি নিয়ে গেলে কত মমতাময়ী মাতা ?
ড্রাইভার শুধু ড্রাইভার নয় থাকে সবার দায়ভার।
সচেতন দ্বায়িত্ব বহনকারী সেই প্রকৃত ড্রাইভার ॥
হাতে স্টিয়ারিং কানে মোবাইল ভেবে ছিলো বেশ।
মহুর্তের সেই ভুলে গেলো দায়ভার সবকিছু শেষ॥
ভগ্নহৃদয়ে কাঁদছে স্বজন কাঁদছেন পিতা ও মাতা।
বুঝিনা তোমার এ কোন খেলা বলো গো বিধাতা!
স্মৃতির পাতায় লেখা রবে হাজার অশ্রুবিন্দু দিয়ে।
সময়ের দাম দিতে হলো শুধু জীবনের বিনিময়ে ?
-::- -::- -::- -::-
29/01/2018