বিচিত্র দেশ বিচিত্র মানুষ বিচিত্র মানসিকতা।
স্বার্থের নেশায় অন্ধ সবাই মনে নেই পবিত্রতা।
উচ্ছিষ্ট খাবার কেউ ছুড়ে ফেলে চোখ বুজে।
কেউ ছোটে ডাস্টবিনে ঐ খাবারের খোঁজে।

ব্যস্ত শহরে ব্যস্ত সবাই নেই কোন ভ্রুক্ষেপ।
কে খেলো কিই পেলো নেই কোন আক্ষেপ।
অট্টালিকায় মোড়া বিবেক বিহীন সমাজ।
বন্ধ বিবেকের দুয়ার উদারতা নেই আজ।

নেই কোন ভেদাভেদ হারাম আর হালালের।
চারিদিকে কাড়াকাড়ি রাজ শুধুই দালালের ।
দুর্নীতির দুনিয়ায় লুটে খায় ঐ যত লুটেরা।
সারাদিন মুট বয়, খেতে খেটে মরে চাষীরা।

ঘুষ খেলে দোষ কি, পাপ বলে নেই কেউ।
চোখ বুজে খেয়ে যাও বলার তো কেই নেই।
রাজা করে রাহাজানি হয় না তো মানহানি।
চাষি ন্যায্য দাম চায় শুধুই বাড়ে  হয়রানি।

গরিবের ঘামে ভেজা চোখের নোনা জলে।
ওই করুন মুখ গুলি যেন কত কথা বলে।
ঘামে ভেজা কালা ধন বন্দি শহরের বুকে।
অসহায় ছোটে ডাস্টবিনে খাবারের দিকে।
            **-: :- -: :- -: :-**
                 01/12/2018