নীরব নিষ্ঠুরতায় মত্ত সে প্রকৃতি সারা দুনিয়া জুড়ে
জলের আকাল ঘরে বাইরে পায়না জল মাটি খুঁড়ে
কল কারখানার বিষাক্ত ধোঁয়া ভেঙেছে মেঘের ঘর
হয়না বৃষ্টি আগের মত তপ্ত বসুধা প্রাণ কাপে থরথর

সভ্যতা বিকাশে গাছ কেটেছে পথেঘাটে নির্বিচারে
সকল প্রকৃতির মিলিত প্রয়াসে নেমেছে অত্যাচারে
নেই সেদিনের স্নিগ্ধ বাতাস নেই বিশুদ্ধ শান্তিসুখ
মানুষের ভুলে বেড়েছে অপচয় সকল প্রকৃতি বিমুখ

জলের লাইনে দাঁড়িয়ে জননী, আকাশ পানে চাষী
তৃষ্ণাতে প্রাণ ওষ্ঠাগত নেই মলিন মুখের সেই হাসি
তৃষ্ণাতে বুক যায় ফেটে যায় ,জল দাও  জল চাই
অপচয় যদি বন্ধ না হয়, নেই জল পাওয়ার উপায়

গ্রাম্য পরিবেশ সব তো শেষ লেগেছে শহুরে ছোঁয়া
অকালে নামে বৃষ্টি বাদল প্রয়োজনে হয়না পাওয়া
সরকারি প্রকল্প জনতার নয়, ভাবনা কেন জনতার
জলের অপচয় নির্বাধায় চলে, অবাধে অপব্যবহার

মসজিদে যাও গির্জায় যাও মন্দিরে  দাও অঞ্জলি
আসবে না ফিরে সেদিনের অপচয় করা জলগুলি
জলের ব্যবহার প্রয়োজন মত ,অপচয় বন্ধ আজ
একের জন্য একটি নয়, লাগাও দশটি জীবন্ত গাছ!
                       -: :-: :-: :-: :-
                       25/06/2019