জীবন এখন যন্ত্রনাময় স্বপ্ন পথের ধুলায়
দুঃসময়ের স্বপ্ন গুলি বিষাক্ত বায়ু দোলায়।
সময় এখন ছুটছে জোরে ওই সুদূর তেপান্তরে
অমাবস্যার আঁধার বেয়ে দুর দিগন্ত অনেক দূরে।
বাড়ছে বেকার বাড়ে হাহাকার দীর্ঘ অভাব ঘরে
কাজের খোঁজে বেকার যুবক হণ্যে হয়ে ঘুরে।
নেই শিল্প কল কারখানা নেই কাজের পরিবেশ
ক্ষুধার্থ যুবক দিচ্ছে পাড়ি কাজের খোঁজে বিদেশ!
শত প্রতারণা কাজের নামে ন্যায্য মজুরি নাই
কাজের নামে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়।
সুখের আশায় বিদেশে গিয়ে হয়ে যায় ক্রীতদাস
স্বপ্ন গুলি স্বপ্নে হারায় ফিরে আসে নিথর লাশ।
লাখো প্রবাসীর লাখো আশা বিদেশের বুকে কাঁদে
কাজের নামে বন্দিশালায় অগুণিত বিদেশের বুকে।
ঘরে ফিরে মেলেনা ঘর শ্রমের সাজানো স্বর্গ নীড়ে
সহস্র স্বপ্ন শায়িত কবরে হাজার মানুষের ভিড়ে।
-:-:-:-:-:-:-