জেগে ওঠো বন্ধু ঘুমিও না আর
তোমার শিয়রে দাঁড়িয়ে দেখো ইবলিসের অবতার
পথ নেই পালাবার কোথায় পালাবে আর
চারিদিকে দাঁড়িয়ে দেখো ইবলিসের পাহারাদার
মুখেতে শান্তির বাণী হৃদয়ে মিছরির ছুরি
নীরবে কাটিছে হৃদয় অদৃশ্যে বাহাদুরি
ভুলোনা বন্ধু মধুর বাণীতে, সজাগ রেখো দৃষ্টি
ক্ষনিকের ভুলে ধুলায় মিশিবে, তোমার শত সৃষ্টি!
নীরবে থেকে না বন্ধু সকল, নীরবতা সম্মতির লক্ষণ
তোমার সকল সমূলে হারাবে, শয়তান করিবে ভক্ষণ!
                  -: :- -: :- -: :-
                 13/12/2019