কিছু কথা কিছু স্মৃতি উকি দেয় মনের বাঁকে
জোৎস্না রাতে চাঁদের আলো উকি দেয় পাতার ফাঁকে
কিছু স্বপ্ন কিছু ভাবাবেগ কুড়িতেই ঝরে যায়
কিছু পথ কিছু পথের বাঁকে নীরবে হারায়!

কিছু আলো ফোঁটার আগে মেঘে ঢেকে যায়
রামধনু রং ছড়িয়ে আলো নীরবে বিলীন হয়
কেউ বোঝে না মেঘের ব্যথা বৃষ্টি যখন ঝরে
মেঘের আড়ালে শত বেদনা বৃষ্টি হয়ে পড়ে!

এমন কিছু চাওয়া পাওয়া অধরায় রয়ে যায়
যতনে সাজানো স্বপ্ন গুলি ভরে ওঠে বেদনায়।
পূর্ণিমা চাঁদ দেয় গো উকি কখন মেঘের কোলে
শত বেদনার শত ইতিহাস রয়ে যায় অন্তরালে!
                   :-:-:-:-:-:-:-: