ইচ্ছে করে মায়ায় আঁকা মুখটি শুধু দেখতে।
ইচ্ছে করে পাশে বসে মনের কথা শুনতে।
ইচ্ছে করে মনের মাঝে মুখের ছবি আঁকতে।
ইচ্ছে করে হাসি টুকু বুকে ধরে রাখতে ।
ইচ্ছে করে মাঝ দুপুরে গল্প গুজব করতে।
ইচ্ছে করে বিকেল বেলায় একই সাথে ঘুরতে।
ইচ্ছে করে মৃদু স্বরে মনের কথা বলতে।
ইচ্ছে করে পায়ে পায়ে একই সাথে চলতে।
ইচ্ছে করে বন্ধু হতে আপন কোন জন।
ইচ্ছে করে সবার মাঝে হতে একান্ত আপন।
ইচ্ছে করে হাতটি ধরে দূর দিগন্তে ছুটতে।
ইচ্ছে করে উদাসী হাওয়ায় উড়তে শুধুই উড়তে।
ইচ্ছে করে হৃদয় মাঝে যত্ন করে রাখতে।
ইচ্ছে করে সুজন হয়ে সারা জীবন থাকতে।
💐 -: :- -: :- -: :-💐