স্বর্ণাক্ষরে লেখা রবে অসংখ্য বেদনার ইতিহাস
কুড়ি সাল মানে লাখো মানুষের লাখো সর্বনাশ
লাখো ব্যথার সহস্র পাহাড় লাখো রাস্তার মোড়ে
লাখো পায়ের রাঙ্গা রক্ত লাখো ইতিহাস গড়ে

লাখো বেদনা লেখা রবে লাখো খাতার পাতায়
লাখো ইতিহাস জমে রবে শুধু হৃদয়ের খাতায়
লাখো বেদনার মর্মর ধ্বনির কিছুটা যাবে জানা
অজস্র বেদনা অগুণিত কথা রয়ে যাবে অজানা

ছড়িয়ে রবে ব্যাথাতুর বুকে বেদনার্ত কিছু স্মৃতি
চিরনিদ্রায় শায়িত মায়ের ঘুম ভাঙ্গানোর আকুতি
ক্ষুধার্ত মায়ের বুকফাটা আর্তনাদ পেটের যন্ত্রণা
অবোধ শিশুর মধুর বাণী মাকে দেওয়া শান্তনা

লাখো দুর্দশা চর্চিত হবে দোকানে-পাড়ার মোড়ে
অগুণিত বেদনা মিলিয়ে যাবে শত বেদনার ভিড়ে
রয়ে যাবে মনে রেলপথে কাটা শ্রমিকের কত লাশ
ক্ষুধার্থ শ্রমিকের খাবারের আকুতি লাঠির ইতিহাস

নিরবে সয়েছে শত বেদনা কত অকথ্য অত্যাচার
আইনের নামে অগণিত আঘাত নির্মম নির্বিচার
কত শ্রমিকের ফেটেছে মাথা আইনের লাঠির ঘায়ে
পড়েছে ফোসকা ঝরেছে রক্ত অসহায় কত পায়ে

ঝড়ের তান্ডবে ঘরছাড়া মানুষের সহস্র হাহাকার
বন-বনানী লুটিয়ে পথে অজস্র পাখি নির্বিকার
বাঁধ ভাঙ্গা নদী এনেছে প্লাবণ অপ্রত্যাশিত বর্ষা
বিপদের মাঝে এসেছে বিপদ হারিয়েছে ভরসা

নোনা জলে ডুবেছে ফসল নয়নে নেমেছে শ্রাবণ
প্রকৃতির মিলিত আঘাত বাঁচার করুন নিবেদন
অগুনিত মানুষের প্রাণ নিতে এসেছে কুড়ি সাল
বেদনার কথা স্মৃতির পাতায় লেখা রবে চিরকাল!
            -------------