অনাদরে গায় বিরহের গান সিরাজের হীরাঝিল
ভাগীরথী বক্ষে সাথের প্রাসাদ হয়েছে বিলীন
বাঁশবাগানে ঢেকেছে প্রাসাদ জঙ্গলে গেছে ভরে
প্রাচীন সৌধ এখনো যেন রয়েছে অনাদরে

কেউ খোঁজেনা কোথায় আছে সিরাজের হিরাঝিল
কাঁদেনি হয়ত সিরাজের ব্যথায় পাষাণ কারো দিল
বাঁশবাগানে লাল ইটের বুকে কত কি লেখা আছে
স্মৃতির পাতায় রয়েছে সিরাজ সবার হৃদয় মাঝে

হিরাঝিলে বাজে মর্মর ধ্বনি আর জলেনা আলো
ঝাড়বাতিরা ধুলায় মলিন কঠিন নিকষ কালো
বাঁশ বাগানে কথা বলে হাজার শুকনো ঝরাপাতা
বাজতো যেথায় পায়ে নূপুর সেথায় শুধু নিরবতা

নিত্য রজনী নূপুর পায়ে বসত যেথা নাচের আসর
জোছনাময় সুরভিত রাতে সেজেছিল বিবাহ বাসর
আলোর রৌশনায় মোড়া সেজেছিল আলপনাতে
এখন সে স্বপ্নের অতীত নিঝুম রাতের কল্পনাতে!
                       -:-;-:-:-:-:-:-:-