আজ সারাদিন গৃহ বন্দি স্বেচ্ছা অবসর
বাতাসের মাঝে মিশে গেছে মরনের অবতার
ধূলিকণা বিষাক্ত এখন করোনা করেছে গ্রাস
পৃথিবী জুড়ে চলেছে তার মহা সন্ত্রাস।

দুর্দমনীয় অনমনীয় অসীম শক্তিশালী
সুযোগ পেলে নিমিষে করবে এলাকা খালি
মানব বাহন ভর করে সে মানব করছে শেষ
করোনা যুক্ত মানব মুক্ত গড়তে চাই বুঝি দেশ।

বসে থাকার নেই তো সময় এখন জাগার পালা
করোনা করছে হত্যালীলা জীবন নিয়ে খেলা
বাতাসে তার অবাধ বিচরণ মাটিতে করছে বাস
মানুষের মাঝে থেকে মানুষের করছে সর্বনাশ

জন সংযোগ বিচ্ছিন্নতায় করোনা মুক্তির পথ
সচেতনতা গড়ে তোলায় আগামী দিনের শপথ
ভুলেও নয় অবহেলা আর জীবন নিয়ে ঝুঁকি
ঘরের দুয়ারে জামার ভাঁজে করোনা দেয় উকি

ছিঁড়তে হবে মায়ার বাঁধন ভাঙতে করোনার ঘর
অবোধ জনতা একজোট হলে হবে তার সংহার
থাকতে হবে একটু সরে লোকালয় হতে দূরে
পৃথিবী থেকে হতে করোনা আপনি যাবে সরে
                 -: :- -: :-: :-: :-
                  22/03/2020