সব প্রয়োজন মিটে গেছে, মিটে গেছে লেনদেন
সব পথ ঘাট চেনা হয়েছে নেই কোন প্রয়োজন।
সুখের সঙ্গী ঘরের দুয়ারে,  দুঃখের সাথীও দূরে
তোমার কণ্ঠে আনন্দ সুর বিষাদ কারোর সুরে।

তোমার চোখে স্বপ্ন এখন কারো চোখে হতাশা
তুমি মত্ত সুখের খেয়ালে কারো চোখে নিরাশা।
গড়ছো তুমি স্বপ্ন সোপান দাড়িয়ে বুকের পরে
ভাঙলে কারো বুকের পাঁজর যন্ত্রনায় সে মরে!

ঝাড়বাতি দেয় তোমায় আলো আঁধার কারো ঘরে
কাল ছিলো যে তোমার প্রিয় আজ সে তেপান্তরে।
যে হাত ছিল তোমার হাতে সে হাত এখন একা
তোমার সে অন্য হাতে নীরবে ফিরে দেখা!
                    :-:-:-:-:-:-: