ফিরবে না জানি তবুও রয়েছি তোমার প্রতীক্ষায়
দিন ক্ষণ মাস বছর ধরে রয়েছি তোমার অপেক্ষায়
তুমি ফিরবে না জেনেও তোমার জন্য ব্যাকুল
চাপা কোলাহল মৃদু গুঞ্জন আবেগাপ্লুত আকুল
কি আছে তোমার মাঝে যা অন্যের মাঝে নাই ?
বারবার তুমি দাও ফিরায়ে তবু কেন তোমায় চাই
ভেবেছি তোমায় ভুলে যাব চৌকাঠ মাড়াবো না কোন দিন
মনের ক্যানভাসে তবুও আসে, তোমার ছবি প্রতিদিন!
অন্ধকারে জোনাকির আলো হয়ে এসেছিলে জীবনে
পূর্ণিমার চাঁদ হয়ে ধরা দিয়েছিলে স্বপনে
বুঝিনি ঘন অমাবস্যার কালো মেঘ গ্রাস করবে আমাকে
অন্যের স্বপ্ন সাজাবে তুমি, সেও সাজাবে তোমাকে
স্বপ্ন রইল স্বপ্নসায়রে বিরহ দিয়ে গেলে!
মনের মৃদু আনন্দ অবহেলায় কেড়ে নিলে
মোবাইল ও যেন আজ অচল প্রায়
তোমার নামের বর্ণ ছাড়া অন্য বর্ণ নাই!
বারবার ফিরে যখন চাই ডায়াল কলে শুধু তোমায় পায়
অনুভূতিতে রয়েছো তুমি অনুভবে নয়।
-: :- -: :- -: :- -: :-
13/10/2019