গোধূলি বেলায় ব্যস্ত টিফিনে গুটি কয় মেয়ে।
সবাই খাচ্ছে বসে ফুটপাথে এগ রোল নিয়ে।
খেতে খেতে রোল গুলি ছুড়ে ফেলে দেয় পথে।
রোল নিয়ে কাড়াকাড়ি কুকুরে মানুষের সাথে।
মুখরোচক হয়নি সে রোল প্রতিদিনের মতো।
পথের মাঝে ছুড়ে খাবার ওই হাজার শতশত।
আবেগ বসে সেদিনও তাই ফেলেছিলো পথে।
খাবারের খোঁজে মানুষ ছিল কুকুরের পাশে বসে।
অভুক্ত প্রানীগুলি ডাস্টবিন খুঁজে নিয়ত খায়।
ক্ষুদার্থ মানুষ কুকুরের থেকে কেড়ে খেতে চাই।
সবাই ব্যস্ত, ব্যস্ত শহরে নিয়মবাধা জীবন খানি।
ফিরে দেখার নেই তো সময় ব্যস্ত সবাই জানি।
ক্ষুধার রাজ্যে অমৃত বুঝি যে কোন সেই খাবার
ক্ষিদের সময় যায় কি বোঝা ভালোমন্দ আবার
কারো খাবার ডাস্টবিনে যায়, কেউ খায় খুঁটে
কেউ বাস করে অট্টালিকায় কেউ বা ফুটপাথে!
-: : -: :- -: :- -: :-