আমি একটি যুদ্ধ চাই ! সর্বাত্মক যুদ্ধ!
গ্রামে গঞ্জে শহরে প্রান্তরে সারা পৃথিবী জুড়ে
খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য যুদ্ধ!
এই পৃথিবীকে সবার বাসযোগ্য করার জন্য যুদ্ধ
দানবীয় শক্তির বিরুদ্ধে মানবীয় শক্তির যুদ্ধ
অস্ত্র শুধু বিবেকের বাণী লড়াই বাক্য বানের
রক্তক্ষয়ী কোন কিছু নয়, যুদ্ধ হবে ত্যাগের!
আমি একটি যুদ্ধ চাই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ
সুস্থ্য ভাবে জীবন ধারণের জন্য যুদ্ধ
আমি একটি যুদ্ধ চাই অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ
অশুভ বিবেক পরিবর্তনের যুদ্ধ!
আমি একটি যুদ্ধ চাই ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ
যে যুদ্ধের মূল অস্ত্র কর্মক্ষেত্র
প্রতিটি মানুষ ব্যস্ত থাকবে কাজে
কর্মই হবে আসল ধর্ম কেউ থাকবে না অকাজে!
আমি একটি যুদ্ধ চাই
অকৃতজ্ঞ সন্তান পরিবর্তনের যুদ্ধ
এই যুদ্ধে জয় হোক বৃদ্ধ পিতামাতার
প্রতিটি ঘরে গড়ে উঠুক আনন্দ আশ্রম
চিরতরে বন্ধ হোক যত বৃদ্ধাশ্রম!
এই যুদ্ধে পরাজয় হোক যত মন্দের
পুব আকাশে উদিত হোক নতুন সূর্য্য
এই পৃথিবী হয়ে উঠুক সকলের বাসযোগ্য!
বেকারের যাতনা মুছে যাক জীবন থেকে
সকলে ব্যস্ত হোক কাজের মাঝে
ক্ষুধা মিটে যাক শরীর থেকে
পরিবর্তন হোক দুরন্ত দানবের
চিরতরে মুছে যাক সমস্ত ভেদাভেদ
সর্বহারা ফেলুক স্বস্তির নিঃশ্বাস!
-: :-: :-: :-: :-
18/08/2019