এখনো আমি খুঁজি তোমায় মনের গহন বনে
হৃদয় করে উথাল পাথাল বাঁধভাঙা সেই ক্ষণে
গভীর রাতে খুঁজি তোমায় আলো আঁধারের মাঝে
রাঙ্গা আলোয় খুঁজি তোমায় সোনালী সাঁঝে।
বসন্ত আসে ফিরে চলে যায় মনে দেয়না দোলা
বসন্তের রঙ অনেক দূরে হয়নি আবীর খেলা
হৃদয় জুড়ে ব্যথার পাহাড় বাইরে মিথ্যে হাসি
চলছে জীবন মেকি মায়ায় তবুও পাশাপাশি।
এখনো খুঁজি তোমার পরশ পথে যেতে যেতে
মন শুধু চাই বারে বারে তোমায় ফিরে পেতে।
হাত যেন চাই ফিরে পেতে তোমার হাতের ছোঁয়া
কোন বাঁধনে বেধেছ তুমি ভুলতে পারিনি মায়া।
-:-:-:-:-: