জন্ম সবার পৃথিবীর মাঝে অন্যকোন গ্রহে নয়
বলবে তুমি কেমন করে এই পৃথিবী আমার নয়
বুধ শুক্র মঙ্গল প্লেটো ভলকান সবাই প্রতিবেশী
এদেশ তোমার ওদেশ তার আমি কি ভিন গ্রহবাসী ?
উড়ে এসে কি জুড়ে বসেছি এই পৃথিবীর বুকে ?
অমৃত খেয়ে বাঁচবে তুমি, আমি মরব গরল মুখে?
কোন বিধাতার বিধান বলে তুমি আমার বিধাতা
এই পৃথিবী তোমার মত আমারও ধাত্রী মাতা!
দূরদিগন্ত পারে আকাশের সীমানা মিশেছে যেথায়
বনবনানি পাহাড় সাগর সমতলভূম জন্ম হেথায়!
আমার ও যা তোমারও তাই সমান অংশীদার
সবল তুমি আমি দুর্বল, আমার উপর খবরদার
কেন বন্ধু কি দোষ আমার তুমি ফর্সা আমি কালো !
বাঁচার অধিকার ছিন্ন করে আমার গায়ে আগুন জ্বালো ?
হয়তো তুমি অনেক ধনী, ভগ্ন স্বাস্থ্য রুগ্ন আমি
দম্ভবলে তখতে বসে আমার ভাগ্য লিখছো তুমি?
মারছ আমায় যখন তখন মরছি পড়ে পথে ঘাটে
ছিন্ন বস্ত্র অঙ্গে আমার ক্ষুধা নিয়ে দিন যে কাটে
সবল তুমি আজ তো নয় মারছো লাখো বছর ধরে
নানান ছলে দুর্বলেরে মারছো এই পৃথিবীর পরে!
চন্দ্র সূর্য্য গ্রহ তারা অসীম আকাশের মাঝে
সবাই কেমন ব্যস্ত দেখো আপন আপন কাজে
নাই ভেদাভেদ তাদের কাছে কে ধনী দরিদ্র দীন
ঘুরছে আপন নিজ পথে নয় তো কেউ পরাধীন!
এক পৃথিবীর একটি আকাশ ভিন্ন কেন পরিবেশ
কাঁটাতারের দিলে বেড়া হয় কখনো অন্য দেশ ?
এক পৃথিবী একটিই দেশ কিসের নাগরিকতা
নিজে বাঁচো অপরকে বাঁচাও ছাড়ো বর্বরতা!
-: : -: :- -: :-