আকাশে বাতাসে কান্নার রোল
মৃত্য মিছিল অব্যাহত পৃথিবী জুড়ে
সৎকারের লোকের অমিল পৃথিবীর নানা প্রান্তে
মন্দিরে মসজিদে ঝুলছে তালা
আল্লাহ ভগবান দূর হতে দেখছে মৃত্যু যন্ত্রনা
সকলে প্রার্থনায় রত মহাশক্তির কাছে
মহাশক্তি ও নীরবে মুখ ফিরিয়ে নিয়েছেন
এখন লড়াই শুধু একার!
এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু
অদৃশ্যের হাত হতে নিজেকে বাঁচাবার!

সর্বহারাদের আর্তনাদ পথে প্রান্তরে!
কর্মস্থল হতে বিতাড়িত পরিযায়ী শ্রমিক
দিশেহারা শ্রমিক ভাসছে অশ্রুজলে
ক্ষুধার্থ পেট শুন্য পকেট নিয়ে-
খালি পায়ে হেঁটে চলেছে মাইলের পর মাইল
সর্বাঙ্গ গ্রাস করেছে করোনা আতঙ্ক
পাড়াও তাদের সরাসরি গ্ৰহণ করতে অস্বীকার করছে
লাইনে দাঁড়িয়ে হাসপাতালের মাঠে
স্বাস্থ্য পরীক্ষার জন্য
ভরসা সেই মানবের ভগবান!

বাকযুদ্ধে ব্যস্ত নেতার দল
পথে ঘাটে বেবুকের আনাগোনা
অবাধ্য ছেলের রেকলেস ড্রাইভিং
চায়ের দোকানের চর্চিত আলোচনা
জীবনের ঝুঁকি বাড়িয়েছে শত গুন!
করোনা নেই নীরবে বসে, করছে কত মানুষ খুন!

হাসপাতালে ব্যস্ত ডাক্তার নার্স
গ্রামে ঘুরছে অগুনিত স্বাস্থ্যকর্মী
উঠছে তাদের দীর্ঘ নাভিশ্বাস
মধ্যে রয়েছে যোগাযোগ মাধ্যম
মাথার উপর রয়েছে গুরু দায় মানুষ বাঁচাবার
সকলের মিলিত প্রচেষ্টায় হবে করোনার প্রতিকার!
                -: : - : : - : : - : :-
                  05/04/2020