দৃষ্টি দূষণ সৃষ্টি দূষণ, দূষিত সারা দেশ
দূষণের তলে তলিয়ে গেছে সকল পরিবেশ
খাদ্য দূষণ বায়ু দূষণ, শব্দ দূষণ বটে
জল ছাড়া বাঁচে না জীবন, দূষণ এখন তাতে!

দূষণ মাঠে পথে ঘাটে দূষণ আকাশের গায়ে
দূষণ নদে ঘর বেঁধেছে মাঝির বাওয়া নায়ে
দূষণ বাসে ট্রেনে ট্রামে, দূষণ শহর বন্দরে
ছুটছে চাকা বাড়ছে দূষণ, সুশীতল অন্দরে

শত দূষণে দূষিত দুনিয়া মানুষ ভুগছে রোগে
নিত্য নতুন ব্যাথির বালাই বাকিরা মরছে শোকে
নিত্য দিনের চলার মাঝে নিহিত দূষণের বীজ
দূষণের যত উৎস আছে করতে হবে নির্বিজ
                     -: : - : : - : :-
                     28/09/2019