আজ প্রভাতের সূর্য যখন ধানের শীষে খেলে
মন ছুটে যায় দুর নীলিমায় মুক্ত ডানা মেলে!
আকাশ মাটি বন্ধুর বেসে মিলেছে দূর্বা ঘাসে
হাজার শিশির বিন্দু গুলো প্রাণ খুলে হাসে!

কে দিয়েছে রঙের ছোঁয়া দূর্বা ঘাসের পরে
হাজার রঙের শিশির কণা ছড়িয়ে তেপান্তরে।
দূর্বা ঘাসের শিশির কণা একেকটি ঝাড়বাতি
রোজ প্রভাতের সূর্য আলো ঝলমল সাথী!

সরষে ফুলের শিশির বিন্দু সবুজ গায়ের দেশে
দূর হতে ওই দিচ্ছে আলো হাওয়ার মধ্যে ভেসে
পথের পাশের বন ফুল যত রঙ নিয়েছে তার
আলো ঝলমল রোদ্র সকাল দিয়েছে উপহার!
                    :-:-:-:-:-:-:-:-: