"মশারি টাঙ্গিয়ে ঘুমাও তোমরা ডেঙ্গু এসেছে"
সুপ্ত যত এডিসের লার্ভা বাতাসে ভেসেছে
তারা পাখনা পেয়েছে, দেখো ডেঙ্গু এসেছে!
জমা জলে গোয়াল ঘরে বাসা বেঁধেছে
এবার সবাই ফেসেছে, এসেছে ডেঙ্গু এসেছে!

মশা এখন মারন মেশিন মরণ নিয়ে ছোটে
ঘুমিয়ে থাকা সুপ্ত লার্ভা বৃষ্টি পেলেই ফোটে!
এডিস তাজা খায় রক্ত, আবার রোগ দিয়ে যায়
অবহেলায় মরণ ছাড়া বাঁচার উপায় নাই!
"মশারি টাঙ্গিয়ে ঘুমাও তোমরা ডেঙ্গু এসেছে"

মশা শুধু ডেঙ্গু তো নয় ম্যালেরিয়াও ছড়ায়
জমা জলে জায়গা পেলেও রক্ত খুঁজে বেড়ায়
দুই প্রজাতির দুই মশা, আসে বর্ষার কয় মাসে
কিউলেক্স অথবা এডিস কামড়ালে জ্বর আসে!
"মশারি টাঙ্গিয়ে ঘুমাও তোমরা ডেঙ্গু এসেছে"

জ্বর হলে আর কেউ করো না একটুও অবহেলা
একটু ভুলেই হতে পারে  জীবন নিয়ে খেলা
তরল খাবার খেতে হবে সাথে অনেক বেশি জল
মশারির তলে থাকতে হবে, খাবে প্যারাসিটামল
শুধুই প্যারাসিটামল! কোন ব্যথার ঔষধ নয়
"ব্যথার ঔষধ খেলে হতে পারে জীবন ক্ষয়"

জ্বর হলে যাও হাসপাতালে সু চিকিৎসার পথে
বাড়ির কারো জ্বর হলে তাকেও নেবে সাথে!
বিনামূল্যে রক্ত পরীক্ষা করো, সঠিক রোগ ধরো
ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা করো!
"মশারি টাঙ্গিয়ে ঘুমাও তোমরা ডেঙ্গু এসেছে"
                  -: :- : :- -: :-
                  04/08/2019