দম্ভ তাদের গগনচুম্বী দুর্নীতি পাহাড় প্রমাণ
কালিমালিপ্ত আপাদমস্তক এযুগের বেঈমান
নেই সুস্থ্য মনুষ্যত্ব বেকার আকাশের নিচে
তোমরা রয়েছো বৃহৎ দালানে ঘুরছো সি বিচে
তোমার মাটি সোনায় ঢাকা সোনার চামচ বাটি
বেকার যুবক বাঁচতে চাইছে আকড়ে ধরে মাটি
চাকরি যাদের পাওয়ার কথা তারায় ফুটপাথে
পাশ না করে জুটেছে চাকরি দুর্নীতির ভাগ্যরথে
বেচলে শিক্ষা দেশীয় সম্পদ নানান অজুহাতে
শিশুর বুকে মারলে ছুরি, কালিমালিপ্ত হাতে
তোমরা তো বেশ বিলাও টাকা রাস্তার যত ক্লাবে
বলতে পারো এসব টাকা আসে কি কোন লাভে ?
সরকারি যত সম্পদ ছিল চলছে বেচাকেনা
জনগণও বড়ই বেকুব বাড়ছে তাদের দেনা
দুই দিকের দুই মহান নেতা খেলছে লুকোচুরি
কেউ বেচতে উস্তাদ আবার কেউ করছে ছুরি।
ভাবখানা সেই ভগবান দুই হাতে দুই তাস
একহাতে যত মিথ্যার ঝুলি অন্যহাতে সন্ত্রাস।
মিথ্যার বেদী বাতাসে উড়াবে দম্ভ হবেই চুর্ন
দুর্নীতির ইমারত বাতাসে উড়াবে স্বপ্ন অসম্পূর্ণ।
-;-:-:-:-:-:-:-