চলো যাই ঘুরে আসি একটা নতুন পৃথিবীর খোঁজে
যেথায় নেই কোন ভেদাভেদ মানুষ মানুষকে বোঝে
যেথায় নেই কোন সীমানা কাটা তারের বেড়া জাল
মানুষই থাকে মানুষেরই পাশে সুখ দুঃখে চিরকাল
থাকবে না কোন বাধার পাহাড় ধর্ম অথবা জাতের
কোন ব্যবধান অন্তরে নয় তফাৎ কেবলই কাজের
যেথায় রয়েছে ভয়শূন্য ডাস্টবিনে খোঁজেনা খাবার
অভুক্ত কেও থাকবেনা দেশে জুটবে খাবার সবার।
খাওয়া দাওয়া চলাফেরায় নেই কো যেথায় মানা
এক ছুটে যায় সে দূর দেশে, মেলিয়ে দিয়ে ডানা।
সবাই সবার বন্ধু হবে চলো যাই এমন এক দেশে
মনের কথা বলবে খুলে পাশে বসে ভালোবেসে।
মানুষকে যেথায় ভাববে মানুষ বলবে মনের কথা
আনন্দ বেদনার মাঝে থাকবে নাকো মনের ব্যথা।
কার ঘরে কি খাবার আছে মারবে না কেউ উকি
থাকবে নাকো খাওয়ার দায়ে প্রাণের কোন ঝুঁকি।
ভালো লাগা সবার উর্ধ্বে জাতের কথা তুলবে না
অভিন্ন হৃদয়ে ভালোবাসা লাভ জিহাদ বলবে না
ভাঙবে না হাজার অভিন্ন হৃদয় ধর্মের পদাঘাতে
ভুগবে না অভিন্ন হৃদয় ভালোবাসার পক্ষাঘাতে।
লাল হবে না হৃদয় খানা হাজার আঘাত পেলে
নতুন দেশে নতুন স্বপ্নগুলো উড়বে ডানা মেলে।
জ্বলবে না কোন অগ্নিশিখা সুপ্ত হৃদয় গহ্বরে
নিজের পথের নিজে সারথি দেখবে মাতব্বরে!
বাজবে শঙ্খ দেবে আযান পাখিরাও গায়বে গান
দখিনা বাতাস বইবে দুয়ারে নদীতেও কলতান।
পরিযায়ী শব্দগুলো থাকবেনা অভিধানের পাতায়
সবাই সবার বন্ধু হবে নতুন দেশের নতুন খাতায়।
-:-;-:-:-:-:-: