চলো কোরান পড়ি ঈমান গড়ি কোরানের আদলেI
চলো রোযা রাখি নামাজ পড়ি সব ভেদাভেদ ভুলে॥
চলো এক কাতারে নামাজ পড়ি যাকাত দিই একসাথেI
চলো যায় সাধ্য মত দান করি ভাই গরীব দুঃখীর হাতে॥

দান করো ভাই দেখে শুনে, দেখ আগে ঘরের কোণে।
কাদঁছে কিনা বৃদ্ধ পিতা , অসহায় মাতা একলা  মনে॥
শেষ নবীকে (সঃ) নিশান করি, চলি তার দেখানো পথেI
শেষ দিবসের শেষ সম্বল , থাকবেন তিনি সবার সাথে॥

চলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হালাল খাবার খায়।
হারাম জিনিস দেখলে পথে যেন ফিরে না তাকায়॥
চলো সবার সাথে আমরা সবাই করি সালাম বিনিময়।
আঘাত পেলেও শান্ত থাকি কখনো রক্ত চক্ষু নয়॥    

চলো ঈমান নিয়ে এগিয়ে চলি আল্লাহ্ আছে সাথে।
সদাই তাঁহার অশেষ কৃপা,  বিপদ আসবে না পথে॥  
আল্লাহতে আনো পূর্ণ ঈমান,  তিনিই শুরু ও শেষে।
সেজদা করো তাকে তুমি, হৃদয় দিয়ে ভালোবেসে॥
                      -::- -::- -::-
                      23/01/2018