চামচিকিটা দুষ্টু বেজায় সেদিন রাতের বেলায়
আলো আঁধারে মত্ত সেদিন লুকোচুরির খেলায়।
তুমি সেদিন একায় ছিলে রাতে ঘরের মাঝে
চামচিকিটা ব্যস্ত বেজায় সান্ধ্য খেলার কাজে।
ভয়ে তুমি কাঁদছিলে খুব লুকিয়ে খাটের তলায়
চামচিকিটা মাতাল হয়ে খেলছিলো খুব মজায়।
খাটের তলায় সিটিয়ে ছিলে কাঁদছিলে খুব জোরে
চামচিকিটাও নাছোড় বান্দা ঘুরে ফিরে দ্বারে।
ওপারে তুমি এপারে আমি সেদিনের সেই রাতে
অভয় দিয়ে সর্ব সময় ছিলাম তোমার সাথে
অনেক কষ্ট নিভিয়ে আলো বন্ধ করলে দ্বার
সেদিন রাতে মুক্তি মেলে হয় ভয় থেকে নিস্তার।