বহুদিন পরে বৃষ্টি নেমেছে খুশিতে ভরেছে মন
কাশবনে ওই ফুলের কুড়ি শরতের আবাহন
দূরদিগন্তে ধূসর নীলিমা সাদা মেঘে গেছে ছেয়ে
নামছে বৃষ্টি মাটির বুকেতে সবুজের সিড়ি বেয়ে
কাক ভোরে ওই দুর নীলিমায় মেঘের ঘনঘটা
শুষ্ক মাটির বক্ষ মাঝে হাজারও বৃষ্টির ফোটা
কৃষক ভায়া কোদাল নিয়ে বাঁধ দিয়ে যায় আলে
বৃষ্টির জল ভীষণ দামী, বৃষ্টিহীন বর্ষাকালে।
খাল বিল নালা শুকিয়ে গেছে মাটি ফেঁটে খাক
ধান রোয়া এবার হয়নি মাঠে চাষীরা নির্বাক
পাট পচানো যায়নি মাঠের নালায় শুকায় পড়ে
পাটের ফলন অর্ধেক প্রায় বর্ষার রোদে পুড়ে।
হাহাকার আজো চাষীর ঘরে বছর কিভাবে যাবে
শুন্য মাঠ চাষীর ঘরে কিভাবে অন্ন বস্ত্র যোগাবে
খরার বুকের বৃষ্টির ফোঁটা আশায় বেধেছে বুক
চাষীর হৃদয়ে আশার প্রদীপ বৃষ্টির জলেই সুখ।
-:-:-:-;-;-:-:-
23-08-2022