যদি মাঝ দুপুরে বৃষ্টি নামে, বন্দী দুজন ঘরে I
হাত দুটি থাকতো হাতে, ঠোঁটটি ঠোঁটের পরে I
হাল্কা ঝড়ো হাওয়ায় উড়ায়, তোমার খোঁপার চুল
ঝর ঝরিয়ে পড়ে ঝরে, তোমার খোঁপার ফুল I
তোমার দু-ঠোঁট উঠতো কেঁপে, অজস্র কম্পনে I
মনের কোলাহল পূর্ণ হতো, তোমার অজস্র চুম্বনে !
লতার মতো জড়িয়ে থাকো, আমার বক্ষ জুড়ে I
মনের বীণা বাজবে উঠে , বসন্তের ওই সুরে I
তখন হয়তো হারিয়ে যাব, কল্পনায় কোন দেশেI
প্রজাপতি মেলবে ডানা , এক নতুন ভাবাবেশে I
আকাশ ভেঙ্গে বৃষ্টি এসে ভেজায় শাড়ির আঁচলi
বন্দী তখন মেঘের কাছে, নীরব তখন অচল I
হঠাত্ আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো শরীর জুড়েI
অঙ্গ তখন বৃষ্টিভেজা, বাঁধ ভেঙ্গে চলে গড়গড়িয়েI
বিজলী ছুটছে জোরে, আকাশসীমায় মেঘের পরেI
মনে তখন চাঁপা কম্পন, বুকে আমায় জড়িয়ে ধরেI
ছোট্ট কিছু বৃষ্টি কণা, নামছে স্রোতে নিতম্ব বেয়ে I
বস্ত্র প্রায় বৃষ্টি ভেজা, অবাক চোঁখে দেখছি চেয়েI
বন্ধ ঘরে বন্দী তখন, তুমি আর ওই আমি I
তোমার চোখে আমিই শুধু , আমার চোখে তুমিI
গল্পগাঁথা কল্পনীড়ে বৃষ্টিঝরা মাঝদুপুরে স্বপ্নাবেশে আমিI
মেঝেতে একা ঘুমিয়ে পড়েছি, সেখানে ছিলে না তুমি !
::::→ → ← ← ::::
18/09/2017 সকাল 10 .30 মিনিট