বন্দি মে দিবস অফিসের কাগজে, বন্দি খবরের পাতায়।
বন্দি মে দিবস বইয়ের পাতায়, বন্দি শিশুর লেখার খাতায়।
বন্দি মে দিবস রান্না ঘরে, বন্দি মে দিবস সকল গাড়িতে।
বন্দি মে দিবস ইটের ভাঁটায়, বন্দি বৃহত্তর সকল বাড়িতে।
বাঁধা মে দিবস রিস্কার সিটে ভ্যানে বাসে ট্রামে বিমান ট্রেনে।
ধুকছে মে দিবস প্রখর রৌদ্রে, শহর বস্তির ওই বন্ধ ড্রেনে।
হাঁকছে মে দিবস শহরের পথে, মাথায় বেচার সামান নিয়ে।
সিক্ত মে দিবস নোনা জলে, নামছে সকল শরীর বেয়ে।
বন্দি মে দিবস শস্যক্ষেতে, মাঠের মাঝে ঐ রৌদ্রে পুড়ে।
মাথার উপর ভাঙ্গা মাথল, বিষণ্নতা দেখো চোয়াল জুড়ে।
কাঁদছে মে দিবস কাজের চাপে, অস্থায়ী হাজার মজদুর।
মে দিবস এখনো আলেয়া প্রায় আলাদিন আলো বহুদূর।
ধুকছে শ্রমিক কলকারখানায়, ভুগছে জরা ব্যাধিতে।
চেয়ে শুন্যে অপলক দৃষ্টে, করুণ স্বপ্ন বিহীন আঁখিতে।
-: :- -: :- -: :- -: :-